গাজীপুরে মোবাইল কোর্ট পরিচালনা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,জরিমানা আদায় ও ৬ মাসের জেল ! 241 0
গাজীপুরে মোবাইল কোর্ট পরিচালনা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,জরিমানা আদায় ও ৬ মাসের জেল !
রেজানুর ইসলাম,গাজীপুর থেকে
শিল্পাঞ্চলখ্যাত গাজীপুর জেলা জুড়ে রয়েছে অসংখ্য অবৈধ গ্যাসের সংযোগ।জোড়াতালি দেয়া এসব অবৈধ গ্যাস সংযোগের জন্য বৈধ গ্রাহকরা কাঙ্ক্ষিত গ্যাসের প্রেসার পাচ্ছেন না।কিছু অসাধু ব্যক্তি অবৈধ গ্যাস সংযোগ প্রদানের মাধ্যমে সরকারকে শত শত কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত করে নিজরা কোটিপতি বনে গেছেন । দিনের অধিকাংশ সময়ই গ্যাসের পর্যাপ্ত প্রেসার না থাকায় সমস্যায় পরছেন বৈধ গ্রাহকরা।গাজীপুরকে অবৈধ গ্যাস সংযোগ মুক্ত করতে গাজীপুর জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২১/০১/২০২১ইং তারিখ গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে বোর্ড বাজার এলাকার উত্তর খাইলকৈর,পলাগাছ রোড,বটতলা ও বোর্ডবাজার এ মোট ২.৫ কিমি এলাকায় ৫০০ বাড়ি,১০০০ চুলা ও ৪০০ মিটার অবৈধ গ্যাস সংযোগের পাইপ লাইন উচ্ছেদ করেন ।অভিযানে অভিযুক্ত ১ জনকে ৬ মাসের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা (তিনিই উত্তর খাইলকৈর এলাকার সমস্ত অবৈধ গ্যাস লাইনের সংযোগদাতা) এছাড়া আরো ৩ জনকে ২০,০০০/,২০,০০০/ও ৩০,০০০/জরিমানা করা হয়েছে।মোট জরিমানাঃ১লক্ষ৭০ হাজার,কারাদণ্ডঃ১জন (৬ মাস),মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেছেন গাজপিুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন।সার্বিকভাবে সহযোগিতা করছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও গাছা থানা পুলিশ।